জেএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম – জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করুন

জেএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। 

যারা জেএসসি পরিক্ষায় পাশ করেছেন তারা যাদি আশানূরুপ ফলাফল না পেয়ে থাকেন তাহলে আপনার রেজাল্ট পুনঃণীরিক্ষন করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ এর মাধ্যমে আপনি আপনার কাঙ্কিত রেজাল্ট পেতে পারেন। অনেকে আছে যারা পরিক্ষায় ফেল করেছে কিন্তু তার ফেল করার কথা ছিল না তারা বোর্ড চ্যালেঞ্জ এর মাধ্যমে পাশ করতে পারবেন। যারা পরিক্ষার মধ্য এ+ পাননি কিন্তু আপনার মনে কনফিডেন্স আছে তারাও বোর্ড চ্যালেঞ্জ এর মাধ্যমে এ+ ফিরিয়ে আনতে পারবেন। মোট কথা হল সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। 



আপনি চাইলে ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন জেএসসি বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধ এবং বিস্তারিত। 



জেএসসি বোর্ড চ্যালেঞ্জ করার আগে কিছু জিনিস জেনে নিন।


শুধু হুট করে বোর্ড চ্যালেঞ্জ করলেই হবে না। বোর্ড চ্যালেঞ্জ করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি চ্যালেঞ্জ এ পাশ করতে পারবেন কিনা। আপনি যদি পরিক্ষা খারাপ দেন তাহলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলেও কাজ হবে না। যদি আপনার মনে হয় আপনি বোর্ড চ্যালেঞ্জ এ পাশ করবেন তবেই চ্যালেঞ্জ করুন। 

বোর্ড চ্যালেঞ্জ নিয়ে মানুষের কিছু ভুল ধারনা আছে। অনেকে মনে করে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়ত তার খাতাটা পুনরায় দেখা হবে। আসলে ধারনাটা ভুল ।বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুরনায় দেখে না। লক্ষ লক্ষ খাতার ভিতর থেকে আপনার খাতাটা কোথায় খুজে পাবে। জেএসসি পরিক্ষায় প্রায় ২০ লাখের উপরে শিক্ষার্থী পরিক্ষা দেয় এত খাতার ভিতর থেকে আপনার খাতা খুজে পাওয়া সম্ভব না। তাই তারা পুনরায় খাতা দেখে না। বোর্ড চ্যালেঞ্জ করলে তারা শুধু কিছু কাগজপত্র দেখে। যে সব কাগজে কিংবা শীট এ আপনার আপনার রেজাল্ট এবং পরিক্ষার মার্ক লেখা হয়েছিল ওই খাতাগুলোতে দেখবে কোথাও আপনার নাম্বার তারা ভুল তুলেছে কিন। কাগজের রেজাল্ট শীট থেকে যখন তাদের ডাটাবেজে আপানর রেজাল্ট ট্রান্সফার করা হয় তখন তারা ভুল করেছে কিনা এসব দেখে আপনার রেজাল্ট তারা্ পুনরায় দিবে। যদি ওখানে ভুল হয় তাহলে আপনি কাঙ্কিত রেজাল্ট পাবেন। আর যদি ভুল না হয তাহলে যে রেজাল্ট আছে ওইটায় থাকবে। 




জেএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। 

 

  • বোর্ড চ্যালেঞ্জ করতে আপনার একটি টেলিটক সিম লাগবে। টেলিটক সিম ছাড়া বোর্ড চ্যালেঞ্জ করা যায় না। 
  • যদি আপনার সিম না থাকে তাহলে আপনার বন্ধু কিংবা কম্পিউটারের দোকান থেকে করে নিবেন। 
  • সিমে পর্যাপ্ত পরিমান টাকা লাগবে। প্রত্যেক বিষয়ের জন্য ১২৫ টাকা করে কাটা হবে। যদি দুইটা বিষয় হয় তাহলে ২৫০ টাকা কাটবে। 
  • যেসব বিষয়ের দ্বিতিয় প্রত্র আছে যেমন বাংলা এবং ইংরেজি তারা যদি একটা বিষয়ে ফেল করেন তাহলে কিন্তু দুইটা বিষয়ে ফেল করলেন সুতরাং আপনি যদি বাাংলার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে ২৫০ টাকা  দিতে হবে। ইংরেজির সময় একই রকম।

জেএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য মোবইল অপশনে গিয়ে টাইপ করতে হবে:
RSC<>Borad name<>Roll<>subject code

উদাহারন
RSC Dha 123456 101
( যেসব বিষয়ের দ্বিতিয পত্র আছে তারা শুরু প্রথম প্রত্রের বিষয় কোড দিয়ে আবেদন করবেন তহলেই আপনার দ্বিতিয় পত্রের জন্য আবেদন হয়ে যাবে)

আর যদি একধিক বিষয়ের জন্য আবেদন করে তাহলে কমা কমা দিয়ে বিষয় কোন দিবেন। 
যেমন : RSC Dha 123456 101,102,103 
এভাবে যত খুশি বিষয় কোড লিখে পাঠিয়ে দিবেন ১৬২২২ এই নাম্বারে। 

মেসেজ পাঠানোর পর ফিরতি মেসেজ দিয়ে আপনাকে একটা পিন নাম্বার দিবে এবং কত টাকা কাটবে তা বলে দিবে। পিন নাম্বার পাওয়ার পর আরেকটা মেসেজ পাঠাতে হবে। 

মেজেস আপশনে গিয়ে লিখবেন:
RSC<>YES<>pin<>mobile number

এখানে যেকোন আপরেটর এর মোবাইল নাম্বার দিতে পারবেন। এখানে আপনার ব্যবহত মোবাইল নম্বার দিবেন। 

উদাহারন:
RSC YES 12345 017**********

তারপর পাঠিযে দিবেন ১৬২২২ নাম্বারে। 

তার পর কখন জেএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দিবে জানতে আমাদের ইউটিউব চ্যানের সাবক্রাইব করুন।

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *