এসএসসি ২০২১ পদার্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর ৫ম সপ্তাহ

এসএসসি ২০২১ পদার্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর ৫ম সপ্তাহ

নবায়নযোগ্য শক্তির গল্প

ক) চিত্রের কোন অবস্থানে জলের অন্যনতম বিভব শক্তি রয়েছে?
প্রশ্ন-ক এর উত্তর

উত্তরঃ চিত্র মতে সর্বনিম্ন বা ন্যূনতম বিভব শক্তি রয়েছে টারবাইন হাউসে।

৩০ মিনিটের মধ্যে পানি 5.0 x 109 J শক্তি হারায় এবং 4.5 x 109 J বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে;

খ) শক্তির রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় কর;
প্রশ্ন-খ এর উত্তর

দেওয়া আছে, 30 মিনিটে পানির বিভব শক্তি হ্রাস =5×109 J এবং উৎপন্ন বৈদ্যুতিক শক্তির পরিমাণ=4.5×109 J

এখানে পানির বিভব শক্তিকে, প্রদত্ত শক্তি হিসেবে কাজে লাগিয়ে টারবাইন এর মাধ্যমে বিদ্যুৎ শক্তি তে রূপান্তর করা হয়।

সুতরাং,

অতএব টারবাইন টির কর্মদক্ষতা 90%
এসএসসি পদার্থ বিজ্ঞান ৫ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১
গ) বৈদ্যতিক শক্তি 4.5 x 109 J কে ওয়াট (W) এককের মাধ্যমে প্রকাশ কর;
প্রশ্ন-গ এর উত্তর

এখানে 30 মিনিট সময়ে টারবাইন দ্বারা বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় 4.5×109J

যেখানে, অতিবাহিত সময়=30 মিনিট=30×60 সেকেন্ড=1800 সেকেন্ড

আমরা জানি, জুল (J) হল শক্তির একক এবং ওয়াট (W) হল ক্ষমতার একক আবার এক ওয়াট সমান (W) =1Js-1
সংজ্ঞা মতে, প্রতি একক সময়ে সম্পাদিত কাজ বা রূপান্তরিত শক্তির পরিমাণ-ই হল ক্ষমতা।

ঘ) বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ কর;
প্রশ্ন-ঘ এর উত্তর

বাংলাদেশ পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব রয়েছে যেখানে ভালো এবং খারাপ উভয় প্রভাব লক্ষণীয় নিচে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল-

পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের ভালো প্রভাব সমূহ:

১) জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তির উৎস।

২) জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

৩) জলবিদ্যুৎ কেন্দ্রে ভূগর্ভস্থ পানি অপচয় না করেও, ভূমি উপরস্থ পানি দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ।যেখানে পানির অপচয় কম ঘটে।
এসএসসি পদার্থ বিজ্ঞান ৫ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

৪) জলবিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের ফলে ওই স্থানের পরি পার্শিক অবকাঠামোগত উন্নয়ন পরিলক্ষিত হয়।

৫) জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে দেশের অর্থনৈতিক যেমন বৈদ্যুতিক উৎপাদন বৃদ্ধি পায় তেমনিভাবে জলবিদ্যুৎ কেন্দ্রের আশপাশ টুরিস্ট স্পট হিসেবে খ্যাতি লাভ করেন সামাজিক উন্নয়ন ঘটে।

পরিবেশের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে খারাপ বা বিরূপ প্রভাব:

১) প্রধানত জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন একটি ব্যয়বহুল প্রকল্প যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য একটু কষ্ট সাধ্য।

২) জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের জন্য যে পানি প্রয়োজন তা যদি বৃষ্টিপাত না হয় ,তাহলে কেন্দ্রের ড্যাম অকার্যকর হয়ে যায়। যাতে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

৩) ভূমধ্য টেকনিক প্লেটের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রতিক্রিয়ার ফলে ভূমিকম্পের সম্ভাবনা থাকে।

৪) জলবিদ্যুৎ কেন্দ্র কোন দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারনে ধ্বংস হলে আশপাশের এলাকা প্লাবিত হয়ে বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা থাকে।
এসএসসি পদার্থ বিজ্ঞান ৫ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

অতএব জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পরিবেশের উপর যেমন ভাল প্রভাব সমূহ রয়েছে তেমনি পাশাপাশি কিছু খারাপ প্রভাব লক্ষণীয়। তাই পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন পর্যবেক্ষণ করেন জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক।
ঙ) জলবিদ্যৎ কী ধরনের শক্তি? এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভ বর্ণনা করে একটি চার্ট তৈরি কর;
প্রশ্ন-ঙ এর উত্তর

উত্তরঃ জলবিদ্যুৎ একপ্রকার নবায়নযোগ্য শক্তি। এরূপ আরো অন্যান্য শক্তির মধ্যে রয়েছে সৌরশক্তি, রাসায়নিক শক্তি,তাপ শক্তি, নিউক্লিয়ার শক্তি, বায়ু শক্তি ইত্যাদি। নিচে উক্ত শক্তিসমূহের অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত প্রভাব নিয়ে চাট করে বর্ণনা করা হলো।

[ এখানে প্রতিটি শক্তির উৎস লিখে দেওয়া হয়েছে তোমরা প্রতিটি শক্তির উৎস নিচ থেকে ছক আকারে লিখবে ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *