ষষ্ঠ শ্রেণীল ৫ম সপ্তাহের বাংলা এ্যাইনমেন্ট উত্তর ২০২১

ষষ্ঠ শ্রেণীল ৫ম সপ্তাহের বাংলা এ্যাইনমেন্ট ২০২১

বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠির প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো।

ষষ্ঠ শ্রেণীল ৫ম সপ্তাহের বাংলা এ্যাইনমেন্ট উত্তর ২০২১

বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো

 

আমার আচরণ যেমন হওয়া উচিত

আমার আচরণ যেমন হওয়া উচিত নয়

 

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করতে পারি

তাদেরকে পেছনে রেখে সামনের সারিতে বসা উচিত নয়

তাদেরকে কথা বলার বা দেখানোর সুযোগ  দেওয়ার ব্যবস্থা করতে পারি

তাদের সাথে কুটু্ক্তিমূলক কথা বলা উচিত  নয়

কিছু না বুঝলে অথবা বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দিতে পারি

তাদেরকে কথা বলায় বাধা দেওয়া উচিত নয়

সহজ, সরল সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলতে পারে

তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা উচিত নয়

তাদের সাথে সর্বদা ভালো আচরণ করতে পারি

তাদেরকে কখনোই প্রতিবন্ধী কিংবা অটিস্টিক বলা যাবে না

তাদেরকে যে কোন সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা করতে পারি

 

তাদের কোনো অসুস্থতা দেখা দিলে বিলম্ব না করে শিক্ষকদের জানাতে পারি

 

তাদেরকে সব সময় হাসিখুশি তথা বিনোদনের মধ্যে রাখতে পারি

 

শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরাও  যেন তাদের প্রতি  সহানুভূতিশীল হতে পারে সে ব্যবস্থা করতে পারি

 

তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করতে পারি

 

One Comment on “ষষ্ঠ শ্রেণীল ৫ম সপ্তাহের বাংলা এ্যাইনমেন্ট উত্তর ২০২১”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *