এসএসসি রেজাল্ট জানতে প্রি-রেজিস্ট্রেশন যেভাবে করবেন – SSC Result Pre Registration 2020

এসএসসি রেজাল্ট প্রি-রেজিস্ট্রেশন যেভাবে করবেন।SSC Result Pre Registration 2020

বাংলাদেশে শিক্ষাবোর্ড এসএসসি রেজাল্ট প্রকাশ করতে বিকল্প এক পদ্ধতি গ্রহন করেছে। এখন আপনার মোবাইলে অটোমেটিক রেজাল্ট আসবে। আপনি যদি আগে থেকে প্রি-রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে রেজাল্ট দিন সময়মত আপনি এসএসসি রেজাল্ট পেয়ে যাবেন। এটা এই বছর প্রথম করা হয়েছে।আগে কখনো এমন নিয়ম ছিলন। করোনার কারেনে শিক্ষাবোর্ড সময় মত আপনাদের এসএসসি রেজাল্ট দিতে পারেনি যার জন্য এসএসসি রেজাল্ট প্রকাশের জন্য শিক্ষামন্ত্রলায়ের এই বিকল্প পদ্ধতি। 

ভিডিও দেখে প্রি-রেজিস্ট্রেশন করুন

 
প্রি-রেজিষ্ট্রেশন করার মেসেজটি অনেকের মোবাইলে এসেছে। এই মেসেজ বলা হয়েছে আগে থেকে প্রি-রেজিস্ট্রেশন করে রাখার জন্য যাতে আপনি সময়মত এসএসসি রেজাল্ট পান। তবে যদি আপনি প্রি-রেজিস্ট্রেশন না করেন তহলেও আপনি রেজাল্ট পাবেন। এটা বাধ্যতামূলক না। যাদের মোবাইরে প্রি-রেজিস্ট্রেশন করার ‍মেসেজ আসেনি তাদের মন ঘাবরানোর কোন কারন নাই। আপনারাও চাইরে প্রি-রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। তো এখন আপনার দেখে নিন এসএসসি রেজাল্ট পাওয়ার জন্য কিকরে প্রি-রেজিস্ট্রেশন করবে।

All the Education Board’s Short Code

Dhaka Board= DHA
Cumilla Board= CUM
Barisal Board= BAR
Sylhet Board= SYL
Chittagong Board= CHI
Jeshor Board= JES
Rajshahi Board= RAJ
Dinajpur Board= DIN
Madrasha Board=MAD
Technical Board= BTEB 
 

এসএসসি রেজাল্ট প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম। SSC Result Pre Registration 2020


 
ধাপ ১: আপনার মোবাইলের মেসেজ আপশনে যান
ধাপ২: তার পার টাইপ করুন SSC<>Board name<>SSC Roll<>Year
          উদাহারন: ধরুন আপনি ঢাকা বোর্ডের তাহলে টাইপ করুন SSC Dha             0123456 2020
ধাপ৩: এবার পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে।

(মনে রাখতে হবে প্রতি মেসেজে ২ টাকা ৫০ পয়সা করে কাটা হবে)

  • General Board SMS System: SSC DHA 123456 2020
  • Madrasah Board SMS System: DAKHIL MAD 123456 2020
  • Technical Board SMS System: SSC TES 123456 2020

তারপর পাঠিয়ে দিতে হবে ১৬২২২ এই নাম্বারে

এখন যদি প্রি-রেজিস্ট্রেশন করে রাখুন তাহলে রেজাল্ট এর দিন আপনি এসএসসি রেজাল্ট কোন পরিশ্রম ছাড়া আপনার মোবাইলে পাবেন। যার জন্য আপনাকে কিছু করতে হবে না। ঠিক একই ভাবে মেসেজ পাঠিয়ে আপনারা এসএসসি রেজাল্ট প্রকাশের দিন মেসেজের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। 

How to do Pre Registration of SSC Result?

To know about SSC and equivalent results, pre-register will continue till 24 hours before publishing the result. SMS should be sent to 16222 with the text SSC/Dakhil  <space> BOARD 1ST 3 LETTER <space> ROLL <space> YEAR.
Example: SSC DHA 123456 2020 and send it to 16222

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *