এইসএসসি কোন বিষেয়ে কত পেলে পাশ ২০২০ – এইসএসসি পরিক্ষায় পাশের নিয়ম

এইসএসসি কোন বিষেয়ে কত পেলে পাশ। আমারা যারা এইসএসসি পরিক্ষা দেই তারা অনেকে জানীনা এইসএসসি কোন বিষয়ে কত পেরে পাশ। আজকের আর্টিকেলে আপনারা দেখবেন কোন বিষয়ে কত পেরে পাশ। এইসএসএসি  পরিক্ষায় কি ১ম পত্র এবং ২য় পত্র মিলিয়ে পাশ নাকি আলাদা আলাদা পাশ করতে হবে এটা নিয়ে আমরা চিন্তায় থাকি। আজকে এই জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে। 

এইসএসসি পরিক্ষায় কোন বিষয়ে কত পেলে পাশ এটা নিয়ে প্রথমে বাধ্যতামূলক বিষয় তারপর, গ্রুপ বিষয় নিয়ে নিচে আলোচনা করা হল। 

সকলের জন্য যে বিষয়গুলো প্রযোজ্য

১. বাংলা ১পত্র:

এইসএসসি  বাংলা ১ম পত্রে ৩৩ পেলেই পাশ। এর জন্য আপনাকে এমসিকিউ এবং রিটেনে আলাদা  হবে । মানে এমসিকিউতে সর্বনিম্ন ১০ এবং রিটেনে সর্বনিম্ন ২৩ পেতে হবে। যদি রিটেনে ৭০ ও পান আর এমসিকিউতে ৯ পান তাহলেও বাংলাতে ফেল করবেন। 

২. বাংলা ২য় পত্র:

এইসএসসি বাংলা ২য় পত্রে ৩৩ নাম্বর পেলেই পাশ।
( বাংলা ১ম পত্র এবং ২য় পত্রে আলাদা আলাদা পাশ করতে হবে। একটার সাথে আরেকটার কোন সম্পর্ক নাই।)

২. ইংরেজি:

এইসএসসি ইংরেজি ১ম এবং ২য় পত্রে ৬৬ পেলেই পাশ। আপনি কোন পত্রে কত পেলেন এটা কোন ব্যাপার না। যদি ১ম পত্রে ০০ পান আর ২য় পত্রে ৬৬ পান তালেও আপনি ১ম পত্রে পাশ করবেন। ঠিক এভাবে যদি ২য় পত্রে ০০ পান আর ১ম পত্রে ৬৬ পান তালেও আপনি ২য় পত্রে পাশ করবেন। মোট কথা হল ১ম এবং য়ে পত্র মিলিয়ে ৬৬ পেতে হবে। 

৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:

এইসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৩৩ পেলেই পাশ কিন্তু এর জন্য এমসিকিউ এবং রিটেনে আলাদা আলাদা পাশ করতে হবে। 

৪. বিজ্ঞান বিভাগ: 

সৃজনশীল অংশে ১ম এবং ২য় পত্রে মিলে ৩৩ নাম্বার পেলেই পাশ। এক পত্রে 00 অন্যটিতে  ৩৩ পেলেও পাশ।

বহুনির্বাচনী অংশে দুই পত্র মিলে ১৬ পাইলেই পাশ এক পার্ট এ ০০ অন্য পার্ট এ ১৬  পাইলে পাশ।


৫. মানবিক + ব্যবসায় শিক্ষা শাখাঃ

সৃজনশীল অংশে ১ম এবং ২য় পত্রে মিলে ৪৬ নাম্বার পেলেই পাশ। এক পত্রে ৪৬ অন্যটিতে ০০ পেলেও পাশ।


বহুনির্বাচনী অংশে দুই পত্র মিলে ২০ পাইলেই পাশ এক পার্ট এ ০০ অন্য পার্ট এ ২০ পাইলে পাশ।


আপনাদের যদি আর কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *