এসএসসি রসায়ন সজেশন ২০২০ (নৈর্বত্তিক সহ) – ১০০% কমন এসএসসি রসায়ন সজেশন

এসএসসি রসায়ন সাজেশন নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের সাজেশন থেকে আশা করি ১০০% কমন পড়বে। আশা করি আপনারা এই সাজেশন পড়ে যাবেন। এর আগেও আমারা এসএসসি পরিক্ষার আরো সাজেশন দিয়েছি। তো আজকে নিয়ে আসলাম এসএসসি রসায়ন সাজেশন এর সৃজনশীল এবং এমসিকিউ অংশ। বলতে পারেন এটা রসায়নের একটি কমপ্লিট সাজেশন। আশা করি আপনার এই সাজেশন পরে যাবেন। তো বেশী কথা না বাড়িয়ে সাজেশন দেখে নিন। 

এসএসসি রসায়ন পরিক্ষায় এই পাচ অধ্যায় থেকে ৫ সৃজনশীল আসবেই। 


অধ্যায় ২ : পদার্থের অবস্থা *
অধ্যায় ৪: পর্যায় সারনী***
অধ্যায় ৫: রাসায়নিক বন্ধন***
অধ্যায় ৬ : মোলের ধারনা ও রাসায়ানিক গননা***

অধ্যায় ৭: রাসায়ানিক বিক্রিয়া**
অধ্যায় ৮: রসায়ন ও শক্তি***
অধ্যায় ১১: খনিজ সম্পদ ও জীবাশ্ম***
অধ্যায়: ১২: আমাদের জীবনে রয়ায়ন**

সবগুলো অধ্যায় থেকে বাছাই করা কিছু টপিক।


অধ্যায়-১

  1. রসায়নের পরিধি।
  2. রসায়ন পাঠের গুরুত্ব।
  3. বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রসায়নিক বিক্রিয়া।


অধ্যায়-২


সব

অধ্যায়-৩

  1. পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা।
  2. আপেক্ষিক পারমাণবিক ভর।
  3. শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস।


অধ্যায়-৪

  • মৌলের পর্যায়বৃত্ত ধর্ম।
  • পর্যায় সারণির মূল ভিত্তি।
  • পর্যায় সারণির সুবিধা।
  • ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়।
  • পর্যায় সারণির বৈশিষ্ট্য।

 


অধ্যায়-৫

  • রাসায়নিক বন্ধন গঠনের কারণ।
  • আয়নিক বন্ধন ‌।
  • সমযোজী বন্ধন।
  • রাসায়নিক বন্ধন গঠনের কারণ।
  • নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা।
  • অষ্টক ও দুই এর নিয়ম।
  • যোজ্যতা ইলেকট্রন এর ধারণা।
  • আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য।

 


অধ্যায়-৬

  • যোজনী বা যোগ্যতা।
  • রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক।
  • যৌগ মৌলের শতকরা সংযুক্তি সমীকরন।

 


অধ্যায়-৭

  • পদার্থের পরিবর্তন।
  • রসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ।
  • বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার।
  • লা-শাতেলীয় নীতি।
  • প্রশমন বিক্রিয়া পরীক্ষার মাধ্যমে প্রদর্শন।
  • এসিড।
  • গাড় এসিড ও ক্ষারের ক্ষয়কারী ধর্ম‌।

 


অধ্যায়-৮

  1. রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার।
  2. রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব।
  3. তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ।
  4. রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের হিসাব।
  5. জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব।
  6. ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার।
  7. ইথানলের ব্যবহার।


অধ্যায়-৯

  1. প্রশমন বিক্রিয়া ও রংধনু পরীক্ষা।
  2. পরীক্ষাসমূহের ফলাফল বিশ্লেষণ।
  3. দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব।
  4. এসিড বৃষ্টি।
  5. পানি দূষণ।
  6. দূষণ নিয়ন্ত্রণ।
  7. ধাতব হাইড্রোজেন কার্বনেট এর সাথে বিক্রিয়া।


অধ্যায়-১০

  1. ধাতু নিষ্কাশন ও বিশোধন।
  2. ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ।
  3. খনিজ অধাতু।
  4. খনিজ সম্পদ।
  5. নির্বাচিত ধাতু সংকর।


 


অধ্যায়-১১

  1. জীবাশ্ম জ্বালানি।
  2. পেট্রোলিয়ামের বিভিন্ন অংশের ব্যবহার
  3. অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিড।
  4. অ্যালকিন।
  5. হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিড প্রস্তুতি।
  6. জৈব ও অজৈব যৌগের পার্থক্যকরণ।


অধ্যায় -১২

সব

 

এসএসসি রসায়ন এমসিকিউ সাজেশন


SSC MCQ Question Ans. Concept of Chemistry

SSC MCQ Question Ans. States of Matter
SSC MCQ Question Ans. Structure of MatterSSC MCQ Question Ans. Periodic TableSSC MCQ Question Ans. Chemical BondsSSC MCQ Question Ans. Concept of Mole and Chemical calculationsSSC MCQ Question Ans. Chemical ReactionSSC MCQ Question Ans. Chemistry and EnergySSC MCQ Question Ans. Acid-Base BalanceSSC MCQ Question Ans. Mineral Resources: Metal-NonmetalSSC MCQ Question Ans. Mineral Resources- FossilSSC MCQ Question Ans.Chemistry in our life

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *